ত্বকের যত্নে সেলিস্যালিক এসিড

Apr 02, 2024
Face Care Solution
ত্বকের যত্নে সেলিস্যালিক এসিড

স্যালিসিলিক এসিড কী?

স্কিন কেয়ার প্রোডাক্টসে আমরা দুই ধরনের অ্যাসিড প্রায়ই দেখতে পাই

বিটা হাইড্রক্সি অ্যাসিড (BHA)

আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA)

তবে স্যালিসিলিক এসিড একটি বিটা হাইড্রক্সি এসিড। বিটা হাইড্রক্সি অ্যাসিড তেলের সাথে দ্রবণীয় তাই এটা স্কিনের লিপিড স্তরের ভেতর দিয়ে পোরসের ভেতরে প্রবেশ করতে পারে এবং ক্লোগড পোরস আনক্লগ করে। আলফা ও বিটা হাইড্রক্সি অ্যাসিড দুটোই ত্বককে এক্সফোলিয়েট করে, কিন্তু AHA জলে দ্রবণীয়, অন্যদিকে BHA তেলে দ্রবণীয়। এটি একটি ফেস এসিড নামেও পরিচিত, কারণ এটি ব্রণ, পিগমেন্টেশন, সেরিয়াসিস এবং খুশকির জন্য একটি চমৎকার চিকিৎসা।

স্যালিসিলিক এসিড কি করে?

ব্রণ, পিম্পল বা একনের কথা আসলে প্রথমেই আসে স্যালিসাইলিক অ্যাসিডের কথা। আমাদের ব্যবহার করা অনেক ময়েশ্চারাইজা, ক্লিঞ্জার, এবং কিছু কিছু সিরামে স্যালিসাইলিক অ্যাসিড থাকে।

এই স্যালিসিলিক এসিড ত্বকের গভীরভাবে প্রবেশ করে এবং কার্যকরভাবে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসগুলি দ্রবীভূত করতে ত্বকের ছিদ্র খুলে দিতে পারে। এটি সাধারণত ত্বকের বাইরের স্তর অপসারণ করতে ব্যাবহৃত হয় কারণ এটি এপিডার্মিস্কে আরোও সহজে ঝড়ে যেতে সাহায্য করে। এটি ছিদ্রগুলিকে আটকে যাওয়া থেকেও বাধা দেয় এবং কোষের বৃদ্ধিকে সহজ করে।

 

কিন্তু আমরা কি জানি কীভাবে, কত পরিমাণ এটি ব্যবহার করা উচিত?

ত্বকে ব্রণের বিরুদ্ধে যেসব ইনগ্রেডিয়েন্ট ভালো কাজ করে তার ভেতর টপ লিস্টে আছে স্যালিসাইলিক অ্যাসিড।
কিন্তু এটি আসলে কি করে, কিভাবে এর থেকে বেনিফিটস পাওয়া যায়, কারা এটা ইউজ করতে পারবে আর কে পারবে না আর কোন ধরনের ত্বকের জন্য কোন স্যালিসেলিক এসিড জনপ্রিয়, সকল প্রশ্ন নিয়েই আজকের আর্টিকেল। এই আর্টিকেলের মাধ্যমে স্যালিসেলিক এসিডের আদ্যপান্ত্য।

 

স্যালিসেলিক এসিড এর সকল ব্যবহার ও উপকারিতাঃ

১) কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে

এটি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে সফট করে। অনেক সময় মেকআপ, বাইরের ধুলো ময়লা জমে স্কিনের পোরস ক্লগ হয়ে যায়। স্যালিসাইলিক অ্যাসিড পোরস আনক্লগ করতে হেল্প করে।

 

২) ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমায়

আমাদের নাকে, গালে, থুতনিতে অনেক সময় ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দেখা যায়। স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত কোনো প্রোডাক্টস নিয়মিত ব্যবহার করলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। কারণ এটি ত্বকের অয়েলিভাব কমিয়ে ভেতর থেকে ত্বক ডিপলি ক্লিন করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।

 

৩) একনে প্রন স্কিনের যত্ন নেয়

আগেই বলেছি, এটি স্কিনের পোরস থেকে পল্যুশন দূর করে। পোরস ক্লিন থাকার ফলে পিম্পলস বা ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকার জন্য অনেক সময় সিস্টিক একনে কমাতেও সাহায্য করে।

 

যাদের স্যালিসেলিক এসিড ব্যবহার নিষেধ

 

·         স্যালিসেলিক এসিড বেশি ব্যবহার করলে রেডনেস ও এক্সেস ড্রাই স্কিনের মতো সাইড ইফেক্টস দেখা দিতে পারে।

·         অনেকক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করলে স্কিন সেনসিটিভ হয়ে যায়।

·         যাদের ড্রাই বা সেনসিটিভ স্কিন, তাদের স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্টস ব্যবহার না করাই ভালো



শুরুতে কোন স্যালিসেলিক এসিড ব্যবহার করা উচিত?

·        আমাদের ব্রণের জন্য আমরা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত কোন প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করবো তা ডিপেন্ড করবে ব্রণ কম নাকি খুব বেশি তার উপর।

·        সাধারণত স্কিন কেয়ার প্রোডাক্টসে ০.৫ থেকে ২% পর্যন্ত স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং এই পরিমাণটাই সেইফ।

·         বিগেইনার হিসাবে টিনেজে একনে প্রন স্কিনের ক্ষেত্রে আমরা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত একটা ক্লেনজার ব্যবহার করতে পারি। তবে তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।

 

তবে তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবেঃ

১. স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করলে সানস্ক্রিন মাস্ট লাগাতেই হবে।

২. স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

৩. ২০ বছর বয়স হলে স্কিন কেয়ারে সিরাম রাখতে পারবেন, কিন্তু এর আগে নয়।


স্যালিসেলিক এসিড সমৃদ্ধ কিছু কার্যকরী প্রোডাক্টঃ

·        https://brandkoreabd.com/product/carenel-aha-bha-peeling-serum-30ml

·        https://brandkoreabd.com/product/some-by-mi-aha-bha-pha-30-days-miracle-serum-light-50ml

·        https://brandkoreabd.com/product/cosrx-aha-bha-clarifying-treatment-toner-150ml

·        https://brandkoreabd.com/product/cosrx-aha-bha-vitamin-c-booster-serum-30ml

·        https://brandkoreabd.com/product/cosrx-salicylic-acid-daily-gentle-cleanser-150ml

এগুলো ছাড়াও brandkoreabd.com এ আরো কিছু প্রডাক্ট রয়েছে যাতে স্যালিসেলিক এসিড রয়েছে।

All Categories
Flash Sale
Todays Deal